Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

 

প্রকল্প থেকে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের সুবিধাঃ

তথ্য আপা প্রকল্পের আওতায় তথ্য কেন্দ্র থেকে তথ্য সেবা, ডোর টু ডোর সেবা ছাড়াও প্রকল্প থেকে নির্মিত ওয়েব পোর্টাল, তথ্য ভান্ডার ও আইপি টিভির মাধ্যমে গ্রামীণ মহিলাসহ বাংলাদেশের সকল স্তরের মহিলাদের তথ্যে প্রবেশ ও জ্ঞানচর্চার ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে।

§ ওয়েব পোর্টালঃ

ওয়েবপোর্টালের মূল উপজীব্য হলো নারী। বাংলা ও ইংরেজীতে তৈরি এ ওয়েবপোর্টালের সাথে সংযুক্ত করা হয়েছে তথ্যভান্ডার এবং আইপি টিভি। ওয়েবপোর্টালের মাধ্যমে নারী বিষয়ক বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, তাদের কর্মসূচি ও কার্যক্রমের পরিধি সম্বন্ধে বিস্তারিত বিবরণ রয়েছে। আরো রয়েছে ব্লগিং ও অনলাইন আবেদনপত্র পেশসহ বিভিন্ন ধরনের যোগাযোগের ব্যবস্থা।

ওয়েবপোর্টালের ঠিকানা: www.totthoapa.gov.bd

 

§ তথ্য ভান্ডারঃ

তথ্যভান্ডারে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জেন্ডার, আইন, ব্যবসা ইত্যাদি এবং মহিলা ও শিশু বিষয়ক তথ্য রয়েছে। এছাড়া তথ্যভান্ডারে টেক্সচুয়াল, অডিও-ভিডিও, অ্যানিমেশন কনটেন্ট রয়েছে। গ্রামীণ ও উপশহরাঞ্চলের মহিলারাই তথ্যভান্ডারের প্রধান সুবিধাভোগী। তবে তথ্যভান্ডারের সেবাগ্রহীতা হতে পারেন শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ।

তথ্যভান্ডারের ঠিকানা: http://info.totthoapa.gov.bd

§ আইপি টিভিঃ

প্রকল্পের আওতায় যে ওয়েবপোর্টাল তৈরি করা হয়েছে সেখানে রয়েছে একটি অনলাইন আইপি টিভি। ওয়েবপোর্টালের মাধ্যমে এই টিভি দেখা যায়। এই টিভি’তে প্রচারিত প্রোগ্রামসমূহের মূল উপজীব্য হচ্ছে নারী সংক্রান্ত বিষয়াবলী। এখানে ভিডিও এবং স্থিরচিত্রের সংগ্রহশালা রয়েছে।

আইপি টিভির ঠিকানা: http://iptv.totthoapa.gov.bd