তথ্যকেন্দ্রের সেবা সমূহঃ
* বিনামূল্যে চাকরির খবর,চাকরির আবেদন ফরম পূরণ,ভর্তির ফরম পূরণ,বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রদান।
* মহিলাদের দিক নির্দেশনা প্রদান।
* মহিলাদের উদ্যোগী হিসাবে গড়ে তোলা।
* উঠান বৈঠক ও মুক্ত আলোচনা। গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন-স্বাস্থ্যগত সমস্যা,বাল্য বিবাহ,ফতোয়া,নারীর বিরুদ্ধে সহিংসতা,চাকুরী সংক্রান্ত তথ্য,আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবা সমূহের নানাদিক সম্পর্কে অবহিত করা।
* ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ।
* প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্লাড পেসার পরিমাপ,ওজন ও উচ্চতা পরিমাপ,ডায়বেটিস পরীক্ষা প্রদান,শরীরে তাপমাত্রা পরিমাপ করা হয়।
* উপজেলার সরকারি সেবা সমূহের সহজলভ্যতা নিশ্চিত করা।
* বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিং,ই-মেইল,স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং সেবা প্রদান করা হয়।
* ই-লানিং এর মাধ্যমে প্রযুক্তি সম্পন্ন দল গঠন করা হবে।
* ই-কমার্স সহায়তা ও প্রশিক্ষন প্রদান।
* ল্যাপটপ,ইন্টারনেট ব্যবহার করে প্রকল্প এলাকার শিক্ষা,স্বাস্থ্য,আইন,ব্যবসা,জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার এবং স্কাইপের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সেবা গ্রহীতার কথোপকথনের মাধ্যমে সমস্যার কার্যকরী সমাধান করা।
সেবা প্রদানের মাধ্যমঃ
১.ডোর-টু-ডোর
২.উঠান বৈঠক
৩.কেন্দ্রে সেবা প্রদান
ডোর-টু-ডোর সেবা প্রদানঃ- ল্যাপটপ ও ইন্টারনেটের মাধ্যমে বাড়ি-বাড়ি যেয়ে মহিলাদের সাথে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা জানা এবং সংশ্লিষ্ট অধিদপ্তর কর্মকর্তার মাধ্যমে সমস্যার দ্রুত কার্যকরী সমাধানের সহযোহীতা করা।
উঠান বৈঠকঃ-প্রতি মাসে উঠান বৈঠকের মাধ্যমে মহিলাদের মুক্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে সমস্যার সমাধানে সহায়তা করা হয়।
কেন্দ্রেসেবা প্রদানঃ- কেন্দ্রে ইন্টারনেট ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস