সফল উদ্যোক্তা:
যশোর সদর উপজেলা তথ্যকেন্দ্র থেকে যাওয়া হয়েছিল কচুয়া ইউনিয়নের গ্রামে। বিভিন্ন নারীদের মাঝে ডিজিটাল সেবার কার্যক্রম শেখানোর মাঝে এসে হাজির হয় সুরাইয়া আক্তার নাম করে একটি মেয়ে। আমাদের বিষয়বস্তু বুঝে নিয়ে তথ্যকেন্দ্রে তার নিয়মিত যাতায়ত শুরু হয়। তার কাছে ভাল লেগে যায় তথ্য সেবার কার্যক্রম। তারপর যশোর সদর তথ্যকেন্দ্র প্রদত্ত ই-কমার্স ও ইলার্নিং ট্রেনিং সম্পন্ন করে ফেলে সে। এরপর ট্রেনিং থেকে প্রাপ্ত সম্মানী ও নিজের দৃঢ় মনোবলকে কাজে লাগিয়ে হয়ে ওঠে উদ্যোক্তা। অনলাইনে কেনাবেচার মাধ্যমে সাবলম্বী হতে শুরু করে সে। ধীরে ধীরে এখন সে তার ব্যবসাকে প্রসারিত করার চেষ্টা করছে। তার ইচ্ছা একসময় সে একজন অনেক বড় অনলাইন ব্যবসায়ী হবে এবং সারা দেশেই তার ব্যবসায়িক কার্যক্রম বিস্তার লাভ করবে। তার অনলাইন ফেসবুক আইডির নাম:
https://web.facebook.com/search/top?q=suraya%20akther
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস